জ্বর হলে কখন চিকিৎসকের পরামর্শ নেবেন

মহামারী করোনাভাইরাসের প্রধান উপসর্গ হচ্ছে– জ্বর, কাশি ও গলাব্যথা। তাই এ সময় জ্বর হলে অনেকে দুশ্চিন্তায় পড়ে যান। তবে জ্বর হলে ভয়ের কিছু নেই। চিকিৎসকের কাছে যেতে হবে এমন নয়, পরামর্শ নিয়ে ঘরেই চিকিৎসা নিতে পারেন।

শরীরের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রাকে আমরা জ্বর বলি। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, শরীরে স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে ৯৮.৮৬ ডিগ্রি ফারেনহাইট বা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা এর বেশি হলে তা জ্বর।তবে জ্বরে সঙ্গে কিছু উপসর্গ আছে, যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

আসুন জেনে নিই কখন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন-

১ শরীরের তাপমাত্রা যদি ১০০.৮ ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়।

২. শুকনো কাশি ও শ্বাসকষ্ট হলে।

৩. জ্বরের সঙ্গে খিচুনি হলে ও চামড়ায় লালচে দাগ দেখা দিলে।

৪. দ্রুতগতির হৃদস্পন্দন হলে।

৫. মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় তীব্র ব্যথা থাকলে।

এসব সমস্যা দেখা দিলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

খবর সারাবেলা / ০৬ মে এপ্রিল ২০২০ / এমএম