জাবিতে দুই সপ্তাহের লকডাউন

করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়তে থাকায় জনসমাগম এড়াতে দুই সপ্তাহ লকডাউন রাখার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক জরুরি সভায় আগামী ৫ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয় লকডাউন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম অনলাইনে চলবে।

তিনি আরও বলেন, লকডাউনে শিক্ষক ও কর্মকর্তাদের জন্য পরিবহন ব্যবস্থাও বন্ধ থাকবে। তবে জরুরি সেবাসমূহ চালু থাকবে। এছাড়া ক্যাম্পাসে প্রবেশাধিকার সীমিত থাকার পাশাপাশি জরুরি সেবায় নিয়োজিতদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

খবর সারাবেলা / ৪ এপ্রিল ২০২১ / এমএম