ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ১১০ জন

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ১১০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ৭৬ জন প্রার্থী ফরম জমা দিয়েছেন।

ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে, এর মধ্যে সভাপতি পদে ২৭ জন এবং সাধারণ সম্পাদক পদে দুই নারী প্রার্থী নাদিয়া পাঠান, খন্দকার ডালিয়া রহমানসহ ৪৯ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

আগামী ১৪ সেপ্টেম্বর ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট হবে। প্রার্থিতা যাচাই-বাছাই শেষে ২ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনে সারা দেশে সংগঠনের ১১৭টি ইউনিটের ৫৮০ জন কাউন্সিলর ভোটার।

সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক আবু তাহের খবর সারাবেলাকে বলেন, ‘এবারের ছাত্রদলের সম্মেলনে ছাত্রদল তার তারুণ্যনির্ভর অতীতে ফিরে যাচ্ছে। আশা করি, তারুণ্যের হাত ধরেই গণতন্ত্রের মুক্তি হবে।’

খবর সারাবেলা / ২১ আগস্ট ২০১৯ / টি আই