চ্যাম্পিয়ন্স লিগের ড্র বৃহস্পতিবার
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে কোন ক্লাব কোন গ্রুপে যাচ্ছে, সেটা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ফুটবলপ্রেমীরা। অবশেষে সেটা জানতে পারবে ভক্তরা। ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসরের প্রথমপর্বের ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার।ড্র অনুযায়ী পট-১’এ আছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
তাদের সঙ্গে আরও রয়েছে ইউরোপীয়ান শীর্ষ লিগের চ্যাম্পিয়ন সিটি, বায়ার্ন মিউনিখ, এসি মিলান, পিএসজি, পোর্তো, আয়াক্স ও ইউরোপা লিগ বিজয়ী ফ্রাংকফুর্ট।পট-২’এ আছে লিভারপুল। এর অর্থ হচ্ছে আবারো তাদের সাথে সম্ভাব্য ফাইনালিস্ট হিসেবে রিয়ালের দেখা হতে পারে। ২০২১ সালের বিজয়ী চেলসির সাথে এই পটে ইংলিশ প্রতিনিধি হিসেবে আরো রয়েছে টটেনহ্যাম হটস্পার। ২০১৭ সালের পর প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগে ফিরে আসা সেলটিক রয়েছে পট-৪’এ।
খবর সারাবেলা / ২৫ আগস্ট ২০২২ / এমএম