চিত্রনাট্যের পূর্ব মহড়া

মহড়া
আজ চারিদিকে থমথমে অন্ধকার
কোথাও কোন সম্মোহন নেই
উর্বর প্রেম নেই
নিষ্ফল সব আর্তি, রাতের ইতিউতি,
দৃশ্যপট বড়ই বীভৎস
তাই নিজেকে ভাঙ্গার একাংশ আজ তোমাকে দিলাম।

যেভাবেই হোক নিজেকে বদলে নেবো
আমি আবার বোকাসোকা মানুষ হবো।

তুমি কত নির্মোহ
আমার সহজ সন্ধি তুমি ভুলে গেলে
অথচ আমাদেরও কিছু মিল ছিল, কিছু বিশ্বাস
যেমন থাকে হুবহু মানুষের।

প্রশ্ন, আমার চারিপাশে ঘুরে ফিরে
আমি তার উৎস খুঁজি
অর্ধেক মিনিট, সেও যে কত মূল্যবান
দাহকণা কিম্বা স্থির জলে।

লাবণ্য এখন বিজ্ঞাপনী বিনোদন
আমাদের কাহিনী বেলার রঙিন মেঘ
তোলপাড় জলোচ্ছ্বাস,
সংখ্যাতত্ত্বে দু’বছর অনেক লম্বা একটা সময়,
মগজে সাদা মাছ সদর্পে এখনও ঘুরে বেড়ায়
তোমার চিত্রনাট্যের পূর্ব মহড়া আমি বুঝতে পারিনি
মুদ্রার কত দাম
নীলাভ আকাশ কিম্বা অবিরাম চুমু।

কিছু ভয়ানক শব্দে হঠাৎ আমি আঁতকে উঠলাম
মনে হলো যেন আকাশের সুর
আমাদের বিকলাঙ্গ ভালোবাসার কথা
আর তুমি ছড়াতে লাগলে হিংসা এজন সেজন
তুমি এক ভয়াবহ ভয়ানক নাগরিক।

খবর সারাবেলা / ২৩ আগস্ট ২০২১ / এমএম