চিকিৎসার জন্য সাইফউদ্দিনকে ইংল্যান্ড পাঠাচ্ছে বিসিবি

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ থেকেই ইনজুরি ভোগাচ্ছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। ত্রিদেশীয় সিরিজে একটি গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি তিনি। খেলতে পারেননি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষেও। এই নিয়ে তাকে দাঁড়াতে হয়েছে সমালোচনার কাঠগড়ায়।

বিশ্বকাপের পর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে খেলতে যেতে পারেননি বাংলাদেশের তরুণ এই অলরাউন্ডার। শেষ মুহুর্তে তিনি ছিটকে পড়েন স্কোয়াড থেকে। সাইফউদ্দিন যেন দ্রুত সেরে ওঠেন এজন্য চিকিৎসার জন্য তাকে লন্ডন পাঠাবে বিসিবি।বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী সাইফউদ্দিনকে ইংল্যান্ডে পাঠানোর কথা বলে জানান, ‘এখনো পুরোপুরি নিশ্চিত নই কোথায় পাঠানো হবে। তবে পরিকল্পনা ছিল সাইফউদ্দিনকে ইংল্যান্ডে পাঠানোর। এ নিয়ে আলোচনা করেছেন বোর্ড পরিচালকরা। সার্জারি লাগবে না, এটা নিশ্চিত।’

কীভাবে চিকিৎসা হবে এখনো তা নিশ্চিত নয় জানিয়ে বিসিবির এই চিকিৎসক বলেন, ‘ইংল্যান্ডে চিকিৎসা কীভাবে হবে সেটা এই মুহূর্তে বিস্তারিত কিছু বলতে পারছি না। অনেক উপায়ই অবলম্বন করা যেতে পারে। অস্ত্রোপচার লাগছে না বলে সুস্থ হতে বেশি সময় লাগবে না।’

সাইফউদ্দিন বিশ্বকাপে খেলেছেন দুর্দান্ত। ব্যাটে-বলে দেখিয়েছেন নিজের পারদর্শিতা। আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বকাপে বাংলাদেশের বড় অস্ত্র হতে পারে সাইফউদ্দিন। তাই বিসিবি কোনো ঝুঁকি না নিয়ে সম্পূর্ণ ফিট করে তুলতে চায় তাকে।

খবর সারাবেলা / ০৪ আগস্ট ২০১৯ / টি আই