চার মাস পর আর্জেন্টিনা দলে মেসি

বড়দিনের এক পার্টিতে অংশ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। দ্রুতই নেগেটিভ আসলেও দীর্ঘদিন ধরেই দলে ছিলেন না তিনি। অতপর চার মাস পরে আর্জেন্টিনা জাতীয় দলে ফিরলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা ফুটবলার।চলতি মাসের শেষদিকে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

আসন্ন এই ম্যাচ দুটিকে সামনে রেখে ৪৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন দলটির প্রধান কোচ লিওনেল স্কালোনি। সেই দলে জায়গা হয়েছে মেসির।করোনাভাইরাস থেকে মুক্ত হলেও পুরোপুরি সুস্থ হতে লিওনেল মেসিকে ছুটি রাখার অনুরোধ করেছিল ফরাসি ক্লাব পিএসজি। অবশ্য তাদের কথাতে কিছেই যায়-আসে না আর্জেন্টিনার। তবে থেকেই কাতার বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাওয়ার কারণে মেসিকে দলে রাখেননি কোচ লিওনেল স্কালোনি।

তবে এখন পুরোপুরি ফিট মেসি। তাই ডাক পড়েছে তার। স্কালোনির এবার বেশকিছু নতুন ফুটবলারদের ডাক দিয়েছেন। স্পেনে জন্ম নেওয়া গারানচো আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন আর্জেন্টাইন মায়ের সূত্রে। ল্যাজিওর মিডফিল্ডার লুকা রোমেরোও ডাক পেয়েছেন।এদিকে ইতালিয়ান লিগ থেকে ডাক পাওয়াদের তালিকায় আরও আছেন ইন্টার মিলানের যুব দলের সদস্য ভালেন্তিন ও ফ্র্যাঙ্কো কারবোনি। যুব পর্যায়ে দুজনই খেলেছেন ইতালির পক্ষে। জুভেন্টাস থেকে আছেন ১৮ বছর বয়সী মাতিয়াস সুলে।

খবর সারাবেলা / ০৮ মার্চ ২০২২ / এমএম