চার্জার লাইটের ভেতর ১৩০ সোনার বার, আমিরাত ফেরত যাত্রী আটক
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে চার্জার লাইটের ভেতরে লুকিয়ে আনা ১৩০ পিস সোনার বারসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। শুক্রবার সকালে তাকে আটক করা হয়। টেলিফোনে যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক সরওয়ার-ই জামান।
আটক ব্যাক্তির নাম জয়নাল আবেদীন। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটটি চট্টগ্রামে আসে শুক্রবার সকাল ৮ টা ১০ মিনিট। বিমানবন্দরে সন্দেহ হওয়ায় জয়নালকে তল্লাশি চালানো হয়। এসময় তার কাছে থাকা চার্জার লাইট খুলে ১৩০ টি সোনার বার উদ্ধার করা হয়।
উদ্ধার সোনার ওজন ১৫ কেজি। এগুলো ৬ টি চার্জার লাইটের ভেতরে করে আনা হয়েছিল।
শাহ আমানতের ব্যবস্থাপক জানান, আটক জয়নালের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তাকে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
খবর সারাবেলা/ ১৮/ অক্টোবর ২০১৯ /এসএম