চামড়ার দরপতনের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
কোরবানির পশুর চামড়ার মূল্যের অস্বাভাবিক দরপতনের তদন্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। রোববার (১৮ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করা হয়।
বিষয়টি নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।
আইনজীবী মহিউদ্দিন হানিফ এই রিট দায়ের করেন। রিটে কোরবানির পশুর চামড়ার মূল্যের অস্বাভাবিক দরপতন কেন অবৈধ হবে না এ মর্মে রুল জারিরও আর্জি জানানো হয়েছে।
এ ছাড়া আবেদনে চামড়ার দরপতনের ঘটনার সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করার নির্দেশনাও চাওয়া হয়েছে।
খবর সারাবেলা / ১৯আগস্ট ২০১৯ / টি আই