চলে গেলেন ম্যারাডোনার ছোট ভাই
অসংখ্য ভক্ত ও সমর্থকদের কাঁদিয়ে ২০২০ সালের নভেম্বরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। বছর ঘুরতে না ঘুরতে না ফেরার দেশে পাড়ি জমালেন তার ছোট ভাই হুগো ম্যারাডোনা। মঙ্গলবার ইতালির নেপলসে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আজ (২৮ ডিসেম্বর) মঙ্গলবার ইতালির নাপলসে নিজ বাড়িতে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে ম্যারাডোনার ভাই হুগো ম্যারাডোনার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫২ বছর।ইতালিয়ান সংবাদপত্র ‘লা গেজেটা ডেলো স্পোর্ট’ প্রথম হুগো ম্যারাডোনার মৃত্যুর খবরটি প্রকাশ করেছে। বড় ভাইয়ের মৃত্যুর ১৩ মাস পার হতেই চলে গেলেন ছোট ভাইও।
খবর সারাবেলা / ২৯ ডিসেম্বর ২০২১ / এমএম