চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে র‌্যাব। আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ ইরান (৩৫)। র‌্যাব বলছে, ইরান সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। ‘বাঁশখালীর আতঙ্ক’ নামে পরিচিত ছিলেন।

র‍্যাব-৭ এর মেজর মেহেদী হাসান বলেন, আজ সকালে পূর্ব চাম্বল এলাকায় র‍্যাবের টহল দল ও ডাকাতদলের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে ‘কুখ্যাত ডাকাত বাঁশখালীর আতঙ্ক’ ইরানের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে ১৩টি আগ্নেয়াস্ত্র, ২৬টি গুলি এবং দেশীয় ৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

খবর সারাবেলা / ৩০ আগস্ট ২০১৯ / টি আই