খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শাহিদা বেগম
খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শাহিদা বেগম (৫০) নামের এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার ভোররাত সাড়ে চারটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
শাহিদা বেগম পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পশারীবুনিয়া গ্রামের সাইদুর রহমানের স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে শাহিদা বেগম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তিনি বেশ কিছুদিন ধরে ডেঙ্গু জ্বরে ভুগছিলেন। ডেঙ্গু ছাড়াও তিনি ডায়াবেটিস ও লিভারের রোগে আক্রান্ত ছিলেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার পার্থ প্রতীম দেবনাথের মতে, শাহিদা বেগম ডেঙ্গু শক সিনড্রোমে মারা গেছেন। তিনি বলেন, শাহিদা বেগমের ডায়াবেটিস ছিল অনিয়ন্ত্রিত। লিভারের রোগ ছিল। চিকিৎসাধীন অবস্থায় তাঁর ডায়রিয়াও হয়েছিল।
পার্থ প্রতীম দেবনাথ জানান, খুলনায় ডেঙ্গু শক সিনড্রোমে এই প্রথম কোনো রোগী মারা গেলেন।
খুলনা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনায় তিনজন নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন চারজন।
খবর সারাবেলা / ২৮ আগস্ট ২০১৯ / টি আই