ক্লান্তি দূর করতে কাজের জায়গা সাজান মনের মতো

অনেকেরই দিনের একটা বড় সময় কাটে কর্মক্ষেত্রে। কর্পোরেট রীতিতে অভ্যস্ত সকলেই কমবেশি জানেন, অফিসে যাওয়ার সময় নির্দিষ্ট থাকলেও বেরোনোর সময়ের ঠিক থাকে না। তাই দিনের অধিকাংশ সময় যেখানে কাটাচ্ছেন সে জায়গাটি কিন্তু একটু বিশেষত্ব পেতেই পারে। হাজারও ক্লান্তির মাঝেও নিজের কাজের জায়গাটি মনের মতো হলে স্বস্তিবোধ হয়। আড়ম্বর নয় ছোটখাটো প্রিয় কিছু উপকরণে সাজিয়ে তুলুন আপনার কাজের জায়গা।

গুছিয়ে রাখুন
হাজারটা কাজের গোলমালে ছড়ানো ছেটানো কাগজপত্রের ভিড়ে মন আরও ক্লান্ত হয়। তাই মন ভালো রাখার প্রথম শর্তই হলো পরিচ্ছন্নতা। তাই ফাইলপত্র থেকে শুরু করে খাবারের সরঞ্জাম সব গুছিয়ে সুন্দর করে রাখুন। দেখতে ভালো লাগবে। এছাড়াও কাজে উদ্যম আনতে ইতিবাচক উক্তি দেওয়া ছবি বা বিভিন্ন কাটআউট অফিসের টেবিল সাজাতে পারেন। প্রিয় এই লাইনটি আপনার কাজে গতি দেবে।

সবুজে সাজান
কম্পিউটারে চোখ রাখতে রাখতে ক্লান্ত? তাহলে ডেস্কে রাখতে পারেন এক টুকরো সবুজের ছোঁয়া। সবুজ আপনার চোখ ও মনকে আরাম দেবে। অল্প আলো ও পরিচর্যায় ভালো থাকে এমন বহু ইনডোর প্ল্যান্ট রয়েছে। পছন্দমতো যেকোনো গাছ এনে রাখতে পারেন আপনার পাশে। কাচের বোতল হোক বা পাত্র পানিতেই বেড়ে ওঠে যেসব গাছ তা দিয়ে সাজিয়ে নিতে পারেন অফিসের টেবিলটা। লাকি ব্যাম্বু, পিস লিলি, মানি প্ল্যান্ট-সহ রকমারি গাছ পাওয়া যায়। এসব গাছ শুধু শোভাই বাড়ায় না পরিবেশও শুদ্ধ রাখে।

দরকারি উপকরণ
অফিস টেবিল বা ডেস্কে জরুরি জিনিস রাখতে হয়। কাজের জিনিসগুলো গুছিয়ে রাখতে অর্গানাইজার ব্যবহার করতে পারেন। সুন্দর হোল্ডার কিনে রাখতে পারেন। তাতে কলম, পেন্সিল, সেলোটেপ, কাঁচি, মার্কার সমস্ত কিছুই সাজিয়ে রাখতে পারেন। জরুরি কিছু লেখার জন্য প্যাড, রঙিন স্টিকি নোট্সও রাখতে পারেন। কাজের ফাঁকে স্টিকি নোটসে মজার মজার লাইন লিখে রাখতে পারেন। এতে শুধু আপনি নন, বাকি সহকর্মীরাও আনন্দ পাবেন।

প্রিয় উপকরণ
এমন কিছু রাখতে পারেন ডেস্কে যা আপনার মুখে হাসি ফোটাবে। সহকর্মীদের সঙ্গে কাটানো মজার মুহূর্ত কিংবা প্রিয়জনের ছবি ফ্রেমে সাজাতে পারেন। এছাড়াও আপনার প্রিয় পানির পট বা কফি মগ রাখুন যাতে আপনি ঘরের মতো স্বাচ্ছন্দ্য বোধ করবেন। রঙ্গিন কিছু উপকরণ রাখতে পারেন। একঘেয়ে জীবনে রং একটু হলেও ভালো লাগার অনুভূতি ফেরাবে।

খবর সারাবেলা / ২৭ জুলাই ২০২৪ / এমএম