ক্রিকেট পরিচালনা বিভাগ ছাড়ছেন আকরাম

হুট করেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোস্ট ভাইরাল। তাতে লেখা ‘ক্রিকেট অপারেশন্স ছেড়ে দিচ্ছেন আকরাম খান।’পোস্টটি করেন আকরাম খানের স্ত্রী সাবিনা আকরাম। তবে আকরাম খান নিজে এ বিষয়ে এখনও মুখ খুলেননি।

ঠিক কি কারণে হঠাৎ দায়িত্ব ছাড়ছেন আকরাম খান- সেটা জানার আগ্রহ সবার। শেষ পর্যন্ত জানা গেছে পারিবারিক কারণে নিজের জায়গা থেকে নাকি সরে যাচ্ছেন তিনি। তবে ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে সরে দাঁড়ালেও বিসিবি সঙ্গেই যুক্ত থাকবেন বলে জানা গেছে। সেক্ষেত্রে অন্য কোনো কমিটির দায়িত্বে দেখা যেতে পারে সাবেক এই ক্রিকেটারকে।

বেশ কিছুদিন ধরেই নিজের কাজটা ঠিকঠাক উপভোগ করতে পারছিলেন না আকরাম। তাই প্রায় সমালোচনার মুখে পড়তে হতো তাকে। সবকিঠু এ অবস্থায় সরে যাওয়াটাই যৌক্তিক মনে করছেন। আকরামের স্ত্রী সাবরিনা আকরাম এনিয়ে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে লিখেছেন, ‘ক্রিকেট অপারেশন্স ছেড়ে দিচ্ছেন আকরাম খান।’

উল্লেখ্য, ২০১৪ সালে নাজমুল হাসান পাপনের নেতৃত্বে নির্বাচিত কমিটিতে প্রথমবার ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব পালন করার সুযোগ পান আকরাম খান। এরপর টানা ছয় বছর দায়িত্ব চালিয়ে গেছেন। দায়িত্ব পালনকালে বেশ কিছু বিতর্কিত ঘটনাও ঘটেছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অবসর কাণ্ড, সাকিবের টেস্ট থেকে ছুটি নেওয়া, অস্ট্রেলিয়া সিরিজে মুশফিককে না পাওয়াসহ ছোটখাটো অনেক ঘটনাই আছে।

খবর সারাবেলা / ২১ ডিসেম্বর  ২০২১ / এমএম