কুয়েতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত
কুয়েতে এক দিনের ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার খেওলাকান্দী ডাক ভূইগাও গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মোহাম্মদ সালাউদ্দিন এবং কেরানীগঞ্জ মডেল থানাধীন রুহিতপুর ইউনিয়নের পূর্ব ধর্মশুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে জাবেদ হোসেন।
জানা যায়, সোমবার আনুমানিক রাত ৮ টায় সালাউদ্দিন বাইসাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫ টায় দ্রুতগামী দুই গাড়ীর সাথে সজোরে ধাক্কা লেগে জাবেদ হোসেনের গাড়িতে থাকা এলপি গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে প্রাণ যায় জাবেদ হোসেন সহ আরও একজনের।বর্তমানে তাদের লাশ স্থানীয় মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশ দেশে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন নিহতের নিকটাত্মীয়রা।
খবর সারাবেলা / ০২ নভেম্বর ২০২৩ / এমএম