কানাডায় গভর্নর জেনারেল সাহিত্য পুরস্কার পেলেন শীলা হেতী

এ বছর কানাডায় গভর্নর জেনারেল সাহিত্য পুরস্কার জিতেছেন শীলা হেতী। কানাডার সবচেয়ে পুরানো এবং মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর মধ্যে গভর্নর জেনারেল সাহিত্য পুরস্কার একটি। শীলা তার উপন্যাস পিওর কালার (Pure Colour) এর জন্য কথাসাহিত্যে এ কৃতিত্ব অর্জন করলেন।গভর্নর জেনারেল সাহিত্য পুরস্কার সাতটি বিভাগে দেওয়া হয় এবং তা ফরাসি ও ইংরেজি উভয় ভাষায় পুরস্কৃত করা হয়। এগুলো হলো, কথাসাহিত্য, ননফিকশন, কবিতা, নাটক, অনুবাদ, তরুণদের সাহিত্য এবং সচিত্র বই। এই পুরস্কারের অর্থমূল্য হচ্ছে ২৫ হাজার কানাডিয়ান ডলার।

উল্লেখ্য, গভর্নর জেনারেলের সাহিত্য পুরস্কার ১৯৩৬ সালে প্রবর্তিত হয়। আগে যারা এই পুরস্কার পেয়েছেন তাদের মধ্যে টমাস কিং, ম্যাডেলিন থিয়েন, মাইকেল ওন্ডাটজে, এলিস মুনরো, মার্গারেট অ্যাটউড অন্যতম।এদিকে, কবিতার জন্য সিবিসি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। পাঁচ কবি এই পুরস্কার অর্জন করলেন। তারা হলেন, রাচেল লছমনসিংহ (টরন্টো), ব্র্যাড অ্যারন মডলিন (গুয়েলফ, ওন্টারিও), লুকা পোলজাক (ভ্যাঙ্কুভার), কেরি রায়ান (উইনিপেগ) ও ব্রেন সিমারস (শার্লটটাউন)।

খবর সারাবেলা / ২২ নভেম্বর ২০২২ / এমএম