কানাডায় করোনায় মৃত্যুর সংখ্যা তিন হাজার ছাড়ল
কানাডায় এখন নীরবে কোভিড-১৯’এ মৃত্যুর মহামারি চলছে। প্রতিদিন শতাধিক মানুষ মারা যাচ্ছে। বর্তমানে মৃত্যুর হার শতকরা ১৩ ভাগ এবং মৃত্যু তালিকাতেও ১৩ নম্বরে।কানাডায় প্রথম করোনা ভাইরাস শুরু হয় বৃটিশ কলম্বোতে এবং গত ৮ মার্চ ভ্যাংকুভারে প্রথম করোনা রোগী মারা যায়। এ পর্যন্ত মৃতের সংখ্যা ৩ হাজার ১৮৪ জন। আক্রান্ত ৫২ হাজার ২শ’ ৩৬ জন।
এ মাসের শুরুতে অন্টারিও’র প্রিমিয়ার আশংকা প্রকাশ করেছিলেন যে করোনায় ৩ থেকে ১৫ হাজার মানুষ মারা যেতে পারে। আর সচেতন না হলে তার পরিমাণ দাঁড়াবে এক লাখে।
খবর সারাবেলা / ০১ মে এপ্রিল ২০২০ / এমএম