কানাডায় করোনাক্রান্তে মারা গেলেন প্রিন্সিপাল শওকত আলী
টরন্টোতে করোনায় আক্রান্ত হয়ে শওকত আলী আজ ১৮ এপ্রিল স্থানীয় সময় দুপুর দুইয়ার দিকে টরেন্টো ইষ্ট জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করলেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।) তিনি করোনায় আক্রান্ত হয়ে গত ছয়দিন ধরে গ্যারোন জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।শওকত আলী সিলেটের বালাগঞ্জের অধিবাসী এবং সিলেট তাজপুর ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষক ও প্রাক্তন অধ্যক্ষ ছিলেন। বর্তমানে অবসর নিয়ে স্ত্রী, কন্যা, পুত্র নিয়ে সপরিবারে স্থায়ীভাবে টরোন্টোতে বসবাস করে আসছিলেন।
এদিকে আজ ১৮ এপ্রিল স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে টরন্টোস্থ নাগেট মসজিদে বীর মুক্তিযোদ্ধা সালাম শরীফের জানাজার পর বাংলাদেশের জাতীয় পতাকায় জড়িয়ে মরহুমের লাশ পিকারিং গোরস্থানে দাফন করা হলো।অন্টারিও আওয়ামী লীগের নেতা আব্দু সালাম জানান, কানাডাস্থ বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার মিজানুর রহমান জানিয়েছেন যে- লকডাউন এবং করোনার পরিস্থিতি এবং নিয়ম-নীতির কারণে আপাতত দূতাবাস থেকে মৃত মুক্তিযোদ্ধাদের জন্য রাষ্ট্রীয় ভাবে কিছু করা যাচ্ছেনা। পরিস্থিতি স্বাভাবিক হবে তাঁদের স্মরণে শোকসভা করে শ্রদ্ধা নিবেদন করা হবে।
উল্লেখ্য, দিন দিন কানাডাতেও বাংলাদেশিদের মৃত্যু সংখ্যা বাড়ছে। প্রিন্সিপাল শওকত আলী ষষ্ঠ বাংলাদেশিসহ কানাডায় মারা গেলেন ১৪,৬৯ জন। এই রিপোর্ট লেখা পর্যন্ত অসুস্থ রয়েছেন ৩৩,২১৮ জন। মৃত্যুর হার বেড়ে এখন দাঁড়িয়েছে ১২ শতাংশ।
খবর সারাবেলা / ১৯ এপ্রিল ২০২০ / এমএম