কাতারে জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কাতারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) কাতারের রাজধানী দোহার গ্রিনহোম রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাতার শাখা। আল থুমামা থানা বিএনপির সাধারণ সাজিদুল ইসলাম রাসেলে সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কাতার বিএনপির সভাপতি আবু ছায়েদ। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মোল্লা, সিনিয়র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া ও যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ার মিশু প্রমুখ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাতার বিএনপির সহ সভাপতি আবুল কাসেম ভুঁইয়া, আব্দুল মালেক খান, অর্থ সম্পাদক আবু নাসের,সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইকবাল আহম্মেদ, পাঠাগার বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী মেরু, সভাপতির উপদেষ্টা আব্দুল আউয়াল। এছাড়া সোহাগ জোয়ার্দ্দার, কে.এম পলাশ, ফারুক হোসেন, আজিজুল ব্যাপারী ও কাতারের ত্রিশটি থানা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান ছিলেন অসীম সাহসী ক্ষণজন্মা কিংবদন্তি মহাপুরুষ। তার প্রশাসনিক দক্ষতা, রাজনৈতিক মেধা এবং খাল কাটা বিপ্লবের কারণে বাংলাদেশের সকল শ্রেণির মানুষের পাশাপাশি সারা দুনিয়ার প্রশংসা কুড়িয়েছিল। বাঙালি জাতি আজীবন মনে রাখবে শহীদ জিয়াকে। পরে জিয়াউর রহমানের আত্মার শান্তি ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনাসহ দেশ এবং জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আল জুবারা থানা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ সাব্বির হুসাইন।
খবর সারাবেলা / ০১ জুন ২০২৪ / এমএম