কাঁদতে কাঁদতে ফুটবলকে বিদায় বললেন অ্যাগুয়েরো
সন্দেহ শেষ পর্যন্ত সত্যিতে রূপ নিলো। সব ধরণের ফুটবল থেকেই অবসর নিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরো। বুধবার ক্যাম্প ন্যুয়ে এক সংবাদ সম্মেলনে কাঁদতে কাঁদতে ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায়ের ঘোষণা দিয়েছেন সময়ের অন্যতম সেরা এই তারকা ফুটবলার।
অনেকটা অনিচ্ছা সত্ত্বেও এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে অ্যাগুয়েরোকে। মাত্র কয়েকদিন আগেই হার্টের সমস্যা ধরা পড়েছে ৩৩ বছর বয়সী এই ফুটবলারের। লা লিগায় আলাভেসের বিপক্ষে বার্সেলোনার হয়ে খেলতে নেমে ম্যাচের প্রথমার্ধেই বুকে তীব্র ব্যথা এবং শ্বাসকষ্ট নিয়ে মাঠ ছাড়েন আগুয়েরো। মাঠের মধ্যেই পড়ে গিয়েছিলেন। মিনিটখানেক পর উঠে দাঁড়ালেও দ্রুত হাসপাতালে পাঠানো হয় আর্জেন্টাইন স্ট্রাইকারকে।
এরপর থেকেই তার অবসরের গুঞ্জন চারদিকে ছড়িয়ে পড়ে। তবে তার ভক্তরা ভেবেছিলেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও মাঠে ফিরবেন পছন্দের ফুটবলার। কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না। শেষ পর্যন্ত ফুটবলকেই চেড়ে দিতে হলো তাকে।অবসরের ঘোষণা দেওয়ার সময় অ্যাগুয়েরো বলেন, ‘এই অনুষ্ঠানটা এই কথা জানানোর জন্য যে, আমি সব ধরনের পেশাদার ফুটবল আর না খেলার সিদ্ধান্ত নিয়েছে। এটা খুবই কঠিন সময়।’
অবসরের কারণ জানিয়ে তিনি আরও বলেন, ‘প্রথম ব্যাপার হচ্ছে আমার স্বাস্থ্য। আপনারা জানেন এক মাস আগে হার্টে সমস্যা হয়েছিল। আমি ভালো কিছু ডাক্তারের অধীনে চিকিৎসা নিয়েছি। তারা আমাকে বলেছে সবচেয়ে ভালো হয় যদি খেলা বন্ধ করে দেই। আমি এক সপ্তাহ বা দশদিন আগে এই সিদ্ধান্ত নিয়েছি।’
উল্লেখ্য, ২০১১ সালে অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর সেখানে ১০ বছর কাটিয়েছেন অ্যাগুয়েরো। ক্লাবটির হয়ে ৩৯০টি ম্যাচ খেলে ২৬০ গোল করেছেন তিনি। জিতেছেন ১৫টি শিরোপা। আর জাতীয় দলের হয়ে আগুয়েরো ১০১ ম্যাচ খেলে করেছেন ৪১ গোল।
খবর সারাবেলা / ১৬ নভেম্বর ২০২১ / এমএম