‘কাঁচা বাদাম’ গানে নেচে ভাইরাল মিথিলা-কন্যা
পশ্চিমবঙ্গের বাদাম বিক্রেতা ভূবন বাদ্যকরের গান ‘কাঁচা বাদাম’ জ্বরে কাঁপছে ভারত ও বাংলাদেশের মানুষ। ফেসবুক ও ইউটিউব ভর্তি এই গানের সঙ্গে যুবক-যুবতীদের নাচের ভিডিওতে। এবার সেই ‘কাঁচা বাদাম’ চ্যালেঞ্জ নিয়ে ফেলল বাংলাদেশি অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশীদ মিথিলার ছোট্ট মেয়ে আইরাও।
মেয়ের নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন স্বয়ং মিথিলা। ‘কাঁচা বাদাম’ গানের সঙ্গে বেডরুমেই নাচতে দেখা গেল আইরাকে। কালো সোয়েটারের সঙ্গে গোলাপি প্যান্ট, পায়ে মোজা- কী নাচটাই না নাচল সে। আয়রার নাচের তারিফ করেছেন অনেকেই।
এই ভিডিওতে চোখে এলো মিথিলা এবং তার দ্বিতীয় স্বামী সৃজিত মুখার্জীর বেডরুমও। খুব রুচিসম্মত ভাবে সাদা আর ধূসরের কম্বিনেশনে সাজানো হয়েছে শোয়ার ঘর। দেওয়াল-জোড়া ওয়াড্রোবের ডিজাইন চোখে লাগার মতো। সঙ্গে জানালার পর্দাতেও হোয়াইট আর ডার্ক গ্রে রং ব্যবহার করা হয়েছে।
২০১৯ সালে ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জীকে বিয়ে করেন মিথিলা। তার আগে থেকেই আইরার সঙ্গে এক দুর্দান্ত বন্ড তৈরি করেন সৃজিত। মেয়েকে চোখে হারান এই পরিচালক। কাজের সূত্রে দুই দেশেই যাতায়াত লেগে থাকে মিথিলার। দেশে আসলে বাবা তাহসানের সঙ্গেও থাকে আইরা।
খবর সারাবেলা / ১২ ফেব্রুয়ারি ২০২২ / এমএম