করোনা প্রতিরোধে শাবনাজ সুবর্ণা ও সুইটির পরামর্শ

বিশ্বব্যাপী চলছে করোনাভাইরাসের তাণ্ডব। এ অবস্থায় মন ভালো নেই কারও।যেহেতু এর কোনো প্রতিষেধক এখনও আবিষ্কার হয়নি, তাই এই প্রাণঘাতী ভাইরাস থেকে রক্ষা পেতে সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন জনপ্রিয় তিন অভিনয়শিল্পী শাবনাজ, সুবর্ণা মুস্তাফা ও তানভীন সুইটি।

এ প্রসঙ্গে সুবর্ণা মুস্তাফা বলেন, ‘করোনাভাইরাস থেকে রক্ষা পেতে হলে নিজেদেরকেই ঘরে বসে নিয়ম মেনে চলতে হবে। প্রচুর ভিটামিন সি খাওয়া যেতে পারে। সবাই যার যার অবস্থানে থেকে যদি কয়েকটা দিন ঘরবন্দি থাকতে পারি তাহলেই হয়তো আমরা বর্তমান পরিস্থিতি মোকাবেলা করতে পারব।আর রাষ্ট্রের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য পাশে থাকার সর্বোচ্চ চেষ্টাই করা হচ্ছে। আমার পক্ষ থেকে মেয়রের উদ্যোগে সবার সঙ্গে আমি যুক্ত আছি। যেন সাধারণ মানুষের কোনো কষ্ট না হয়।’

শাবনাজ বলেন, ‘আল্লাহ সবাইকে করোনাভাইরাস থেকে বিপদমুক্ত রাখুক, সবাইকে ভালো রাখুন এটাই চাই। সবাই যার যার ঘরে নিরাপদে থাকুক। পরিবারের সঙ্গে থাকুক। যাতে কিছুটা দিন আমরা নিয়মটা মেনে ঘরে থেকে করোনাভাইরাসের বিরাট বিপর্যয় থেকে নিজেদের রক্ষা করতে পারি। আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ঘরেই অবস্থান করছি। তবে এটা সত্যি সাধারণ মানুষের জন্য মনটা ভীষণ খারাপ হয়ে আছে। তাদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি। যে যার অবস্থান থেকে অসহায় গরিব মানুষের পাশে যেন দাঁড়াই আমরা সবাই।’

তানভীন সুইটি বলেন, ‘গত ১৮ মার্চ থেকে আমি ঘরের মধ্যেই অবস্থান করছি। সরকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করছে। আর সরকার ঘোষিত নিয়ম আমাদের সবাইকে মেনে চলতে হবে। করোনাভাইরাসের ভয়ানক বিপদ থেকে নিজেদের রক্ষা করতে হলে ঘরের মধ্যে নিরাপদে থাকতে হবে। এটা সত্যি আমরা আমাদের পরিবারকে এভাবে এর আগে সময় দিতে পারিনি। নতুন এক জীবনের সন্ধান পাচ্ছি। আমরা আমাদের জীবনকে নতুনভাবে দেখছি এখন। আমরা স্বার্থপর হয়ে গিয়েছিলাম, আমাদের মধ্য থেকে শিষ্টাচার উঠে গিয়েছিল।’

খবর সারাবেলা /০১ এপ্রিল ২০২০/ এমএম