করোনা জুতা থেকেও ছড়ায়, ব্যবহার করুন জীবাণুমুক্ত ট্রে

জুতা থেকেও ছড়াতে পারে করোনাভাইরাস। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন এমন জুতা পরতে হবে, যা বাসায় ফিরে আপনি সাবান পানি দিয়ে পরিষ্কার করতে পারবেন।

যেহেতু এই ভাইরাসের এখনও কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার হয়নি, তাই এ রোগ থেকে নিরাপদে থাকতে সতর্কতার সঙ্গে চলতে হবে।

জুতা থেকে সংক্রমণ এড়াতে কী করবেন-

১. ঘর ও কর্মস্থলের সুরক্ষা ব্যবহার করুন জুতার জীবাণুমুক্ত ট্রে।

২. বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ভাইরাস আমাদের জুতায় ৫ দিন বা তারও বেশি বেঁচে থাকতে পারে।

৩. এই ট্রেতে বিশেষ একটি ম্যাট রাখতে হবে। নিয়মিত জীবাণুনাশক তরল দিতে হবে ট্রেতে।

৪. ট্রে-টি বাড়ি বা কর্মস্থলের দরজার সামনে রাখুন। ভেতরে প্রবেশের আগে জুতাসহ পা ট্রে ম্যাটে রেখে ভালোভাবে পরিষ্কার করে নিন।

৫. ট্রে ম্যাটে যে কোনো প্রকার জীবাণুনাশক তরল ব্যবহার করুন। ট্রে পরিষ্কার করার সময় হাতে গ্লাভস ব্যবহার করুন।

খবর সারাবেলা / ০৮ জুন এপ্রিল ২০২০ / এমএম