করোনায় শনাক্ত বেড়েছে

September 8, 2022

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জন মারা গেছেন। একই সময়ে ৩৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ৭ দশমিক ৪০ শতাংশ। রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল বুধবার করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। করোনা শনাক্ত হয়েছিল ২৮২ জনের। এতে গতদিনের তুলনায় শনাক্ত বেড়েছে।এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ১৪ হাজার ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৩০ জন।

আরও ২৮২ জনের করোনায় শনাক্তআরও ২৮২ জনের করোনায় শনাক্ত
২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

খবর সারাবেলা / ০৮ সেপ্টেম্বর ২০২২ / এমএম