করোনায় নতুন আক্রান্ত ২, সুস্থ ৬ জন

March 31, 2020

দেশে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন দুইজন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১ জনে। এই দুইজনই পুরুষ। এর মধ্যে একজন সৌদি থেকে এসেছেন।মঙ্গলবার (৩১ মার্চ) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস নিয়ে অনলাইনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মীরজাদী সেব্রিনা জানান, আক্রান্তদের মধ্যে নতুন করে ৬ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত মোট ১৬০২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।গতকাল সোমবার পর্যন্ত আক্রান্তদের মধ্যে ১৯ জন সুস্থ হয়েছিলেন।

খবর সারাবেলা / ৩১ মার্চ ২০২০ / এমএম