করোনায় আতঙ্কিত হবেন না, সচেতন থাকুন : জ্যোতিষ রাজ লিটন দেওয়ান

বিশ্বজুড়েই চলছে করোনো আতঙ্ক। ভয় পেলে চলবে না, করোনায় আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে হবে, নিজেদের শক্ত থাকতে হবে বলেছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী।প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে। আল্লাহর উপর ভরসা থাকতে হবে। তিনিই এই বিপদ থেকে সবাইকে রক্ষা করবেন। তবে নিজেদেরও সচেতনতা, সর্তক থাকার পরামর্শ দিয়েছেন লিটন দেওয়ান। তিনি বলেন, বেশি প্যানিকে না পরে নিজে সচেতন থাকতে হবে এবং অন্যদের সহযোগিতার মাধ্যমে সচেতনা তৈরি করতে হবে। আগামী কয়েকমাসের মধ্যে এই ভাইরাস প্রতিরোধ হবে এবং যেখান থেকে এর উৎপত্তি সেখান থেকেই এর প্রতিষোধক আবিষ্কার হবে।

তিনি আরো জানান, দৈনন্দিন ব্যবহার্য প্রযুক্তিপণ্য মোবাইল, ল্যাপটপ ব্যবহার বেশি না করায় ভালো তবে ব্যবহার করলেও সেগুলো পরিষ্কার করতে হবে। বাইরে গেলে ঘরে এসেই পরিষ্কার হতে হবে। পোশাকও ধোঁয়ার ব্যবস্থা করতে হবে। এ ছাড়াও আল্লাহর ইবাদত করতে হবে, নামাজ পরতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজের ওযু করার মাধ্যমেও পরিচ্ছন্ন হওয়া যায়, তাই যারা নামাজ পরেন তারা অনেকটাই করোনা থেকে মুক্ত।জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিশতী বলেন, বেশিদিন করোনা দেশে স্থায়ী হবে না। আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকাবেন। আর শিগগিরই এই ভাইরাসের প্রতিষোধক তৈরি হবে। কিন্তু সর্বপরি, সবার সচেতন ও পরিচ্ছন্ন এবং আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকতে হবে।

উল্লেখ্য, জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী চিশ্তী মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বিবন্দী ১১ বাগবাড়ী গ্রামে এক সম্ভ্রান্ত দেওয়ান পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম মো. আবদুস সাত্তার দেওয়ান চিশতী ইসলামের আলোকে আলোকিত অতি উচ্চমানের একজন আধ্যাত্মিক সাধক ছিলেন। জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। একইসঙ্গে বিভিন্ন অলি আওলিয়া দরবেশের দরবার ও মাজার শরীফ জেয়ারত এবং নিজেকে আধ্যাত্মিক সাধনায় চিশতীয়া তরিকার আলোয় আলোকিত করেছেন। ওলিকুলের শিরোমনি, উপমহাদেশের বিখ্যাত ওলি হযরত খাজা মঈনুদ্দীন চিশতী (রহঃ) এর দরবার শরীফে যাওয়ার পর ২৩তম বংশধর আজমীর শরিফের বর্তমান পীর সাহেব হযরত সৈয়দ হাসনাইন চিশতী (রহঃ) এর কাছ থেকে খেলাফত প্রাপ্ত হন তিনি।

খবর সারাবেলা / ২১ মার্চ ২০২০ / এমএম