করোনার এই সময়ে দাঁতের চিকিৎসা
করোনার এই সময়ে অন্য রোগগুলো যেমন গুরুত্ব দেবেন, তেমনি দাঁতের প্রতি যত্নশীল হতে হবে। কারণ শরীরের অন্যান্য অঙ্গের চেয়ে মুখ নাক করোনাভাইরাসের বিশেষ আক্রমণস্থল হিসেবে বিবেচিত।দাঁতের চিকিৎসায় ডাক্তার ও রোগী উভয়েই সংক্রমণের ঝুঁকি রয়েছে।
এ সময় যেসব সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে-
১. মুখের ভেতরে ও দাঁতের অসহনীয় ব্যথা হলে
২. মাড়ি থেকে ঘন ঘন রক্তপাত ও চোয়ালের কোনো অংশে ফুলে গেলে।
৩.শক্ত কিছু ভাঙতে গিয়ে দাঁত ফেটে গেলে
৪. দুর্ঘটনায় চোয়াল বা দাঁত ভেঙে গেলে
৫. মুখের কোনো অপারেশনের পরে ক্ষত শুকাতে অতিরিক্ত সময় নিলে এবং আলগা দাঁত বা ডেঞ্চার ও ক্যাপ-ব্রিজ ইত্যাদিতে ফাটল ধরা বা নষ্ট হলেএসব সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
খবর সারাবেলা / ১৮ জুলাই ২০২০ / এমএম