কমনওয়েলথ গেমস থেকে উধাও ১০ শ্রীলঙ্কান
দেশে চলছে রাজনৈতিক অস্থিতিশীলতা। এমতাবস্থায় কমনওয়েলথ গেমস খেলতে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছে শ্রীলঙ্কার ১৬০ সদস্যের একটি বহর। সেখান থেকে হুট করেই উধাও নয়জন অ্যাথলেটসহ মোট ১০ জন। লঙ্কান শীর্ষ কর্মকর্তা সূত্রের বরাতে এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রটি বলছে নয়জন অ্যাথলেটের মধ্যে তিনজন গত সপ্তাহে পালিয়ে যায়। তাদের পরিচয় ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে। এই তিনজন হলেন- জুডোকা চামিলা ডিলাইনি, ম্যানেজার আসেলা ডি সিলভা ও কুস্তিগীর শানিথ চাতুরাঙ্গা। পরে আরও সাতজন পালিয়েছে। তাদের পরিচয় এখনও জানা যায়নি।
প্রথম তিনজনের নামে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। এরপর তাদের খুঁজেও পেয়েছে ব্রিটিশ পুলিশ। কিন্তু তাদের সঙ্গে ছয়মাসের বৈধ ভিসা রয়েছে। আর তারা কোনো অপরাধমূলক কর্মকান্ডে না জড়ানোর কারণে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি স্থানীয় পুলিশ।
খবর সারাবেলা / ০৯ আগস্ট ২০২২ / এমএম