কবে পৃথিবীর আলোয় আসবে আলিয়া-রণবীরের সন্তান
মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বাবা হবেন রণবীর কাপুর। আর অল্প কয়েক দিনের অপেক্ষা। তার পরই পৃথিবীর আলো দেখবে তারকা দম্পতির প্রথম সন্তান। কিন্তু কবে আসবে সেই আনন্দের দিন?চিকিৎসকরা জানিয়েছেন, নভেম্বরের শেষ থেকে অথবা ডিসেম্বরের শুরুতে যেকোনো সময়ে প্রসববেদনা উঠতে পারে আলিয়া ভাটের। দুই তারকা ঘনিষ্ঠ সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে, মুম্বাইয়ের এক নামি হাসপাতালে ভূমিষ্ঠ হবে নবজাতক।
সব মিলিয়ে কাপুর ও ভাট পরিবারে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। নবজাতকের জন্য নার্সারি গোছানো থেকে শুরু করে বাড়ি সাজানো- সবই প্রায় শেষ। পরিধি বাড়াচ্ছে আলিয়ার নিজস্ব পোশাক সংস্থা ‘এড-আ-মাম্মা’। অবসর যাপনের পাশাপাশি ব্যবসা নিয়েও ভাবনাচিন্তা করছেন ‘গাঙ্গুবাঈ’।
আলিয়া যেমন মা হচ্ছেন, তার চিন্তা বাড়ছে দেশের সমস্ত হবু মা এবং সন্তানদের জন্যও। কম খরচে উপযুক্ত আরামদায়ক পোশাক পৌঁছে দিতে চান তাদের কাছে। নিজেও আনিয়ে রেখেছেন সদ্যোজাতর আরামের যাবতীয় উপকরণ। এখন কেবল তাকে দুহাতে স্পর্শ করার অপেক্ষা।আপাতত রণবীর আর আলিয়া কাছাকাছিই রয়েছেন। কোনো কাজের চুক্তিতে যাননি কেউই। এই সময়ে স্ত্রীর দেখভালে ব্যস্ত থাকতে চান রণবীর। শোনা যাচ্ছে, মা হওয়ার এক বছর পর ফের কাজে ফিরবেন আলিয়া।
খবর সারাবেলা / ১৮ অক্টোবর ২০২২ / এমএম