কন্যাসন্তানের মা-বাবা হলেন আলিয়া-রণবীর
কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন বলিউড তারকা আলিয়া ভাট ও রণবীর কাপুর দম্পতি। বিয়ের সাত মাস পরেই তাদের ঘরে এলো নতুন অতিথি।রোববার মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভাট।ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্ক ভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকাল সাড়ে ৭টা নাগাদ রণবীরের কাপুরের সঙ্গে হাসপাতালে পৌঁছান অন্তঃসত্ত্বা আলিয়া। শুধু রণবীর নন, আলিয়ার মা সোনি রাজদান, দিদি শাহিন ভাট এবং বেবি কাপুর, নীতু কাপুরও রয়েছেন হাসপাতালে।
হাসপাতালের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন।এর আগে গত জুন মাসে মা হতে চলার খবর শেয়ার করেন আলিয়া ভাট। লিখেছিলেন— ‘Our baby … coming soon’। সঙ্গে শাবকসহ সিংহ এবং সিংহির একটি ছবিও দিয়েছিলেন অভিনেত্রী। সেই থেকেই আলিয়া-রণবীরের সন্তানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলতে থাকে। অনেকেই দাবি করেছেন বিয়ের আগে থেকেই প্রেগন্যান্ট ছিলেন আলিয়া।প্রেগন্যান্ট অবস্থাতেও ছুটি নেননি আলিয়া। নিজের নতুন ছবি ‘হার্ট অফ স্টোন’-এর শুটিং শেষ করেন। এর পর দেশে ফিরে বেবিবাম্প নিয়েই এক শহর থেকে অন্য শহরে দৌড়েছেন ‘ব্রহ্মাস্ত্র’র প্রচারে।
খবর সারাবেলা / ০৬ নভেম্বর ২০২২ / এমএম