ওমরাহ পালনে গিয়ে ইতালি প্রবাসীর মৃত্যু
সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে আব্দুল জলিল মুনদার নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। শুক্রবার ইফতারের পর স্ট্রোকজনিত কারণে মক্কার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানা গেছে, গত ২০ মার্চ ইতালি থেকে সপরিবারে ওমরাহ পালনের উদ্দেশ্য সৌদিতে যান আব্দুল জলিল। ওমরাহ পালন শেষে দেশে গিয়ে ঈদ করার কথা ছিল তার। কিন্তু তার আগেই চলে গেলেন না ফেরার দেশে।
মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশে তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী গ্রামে। তার মৃত্যুতে ইতালি-রোম বৃহত্তর চট্টগ্রাম সমিতির ভারপ্রাপ্ত সভাপতি তাফসির আলম ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম রিকন গভীর শোক প্রকাশ করেছেন। জলিলের মৃত্যুতে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রবাসীরা।
খবর সারাবেলা / ২৪ মার্চ ২০২৪ / এমএম