এ বছর সবমিলিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬৮ হাজার ৪১০ জন

August 30, 2019

কেবল চলতি মাসেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ হাজারের বেশি রোগী। এ তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এদিকে ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১ হাজার ১৭৯ জন।

এ বছর সবমিলিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬৮ হাজার ৪১০ জন। গেল বছরের তুলনায় এ সংখ্যা প্রায় পাঁচগুণ।

তবে পরিস্থিতি সবচেয়ে খারাপ হয় আগস্টে। ডেঙ্গুতে বেশি মৃত্যুও হয়েছে এ মাসে।

বিভিন্ন হাসপাতালের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মৃতের সংখ্যা দুইশ’র কাছাকাছি। আইইডিসিআর এর কাছে বৃহস্পতিবার পর্যন্ত ১৮০ জনের মৃত্যুর তথ্য এসেছে। ৮৮ টি ঘটনা পর্যালোচনা করে ডেঙ্গুতে ৫২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে সংস্থাটি। আজও ঢাকা শিশু হাসপাতালে রুনা নামে এক শিশুর মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে।

খবর সারাবেলা / ৩০ আগস্ট ২০১৯ / টি আই