এ্যাপোলো হসপিটালসে বিশ্ব ইপিলেপ্সি দিবসে আয়োজন
১০ ফেব্রুয়ারি এ্যাপোলো হসপিটালস ঢাকা এবং ইনসেপ্টা ফার্ম্যাসিউটিক্যালসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক ইপিলেপ্সি দিবস পালন উপলক্ষ্যে কিছু কার্যক্রম আয়োজিত হয়। সকালে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে বসুন্ধরা আবাসিক এলাৃআকায় একটি র্যালি করা হয়, যেখানে এ্যাপোলো হসপিটালস ঢাকার কনসালট্যান্ট, নার্স এবং উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও এ্যাপোলো হসপিটালস ঢাকা’র অডিটোরিয়ামে একটি পেশেন্ট ফোরাম আয়োজিত হয়, যেখানে এ্যাপোলো হসপিটালস ঢাকার নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড কো-অর্ডিনেটর ডা. আলিম আখতার ভূঁইয়া, সিনিয়র কনসালট্যান্ট, ডা. খন্দকার মাহবুবর রহমান, সিনিয়র কনসালট্যান্ট প্রফেসর ডা. উত্তম কুমার সাহা অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গের উদ্দেশ্যে মৃগী রোগ (ইপিলেপ্সি) সম্পর্কে তাদের বক্তব্য প্রদান করেন।প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অনুষ্ঠানটি পরিচালিত হয়। পারস্পরিক আলোচনা ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে এই সেশনটি রোগীদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। অনুষ্ঠানে ১০০ জনের বেশি অংশগ্রহণ করেন।
এ্যাপোলো হসপিটালস ঢাকার সিনিয়র জেনারেল ম্যানেজার ডা. আরিফ মাহমুদ, নিউরোলজি বিভাগসহ হসপিটালের বিভিন্ন সার্ভিস সম্পর্কে আলোচনা করেন। এ্যাপোলো হসপিটালস ঢাকার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার আখতার জামিল আহমেদ ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সেমিনারটির ইতি টানেন। এ্যাপোলো হসপিটালস ঢাকার বিশিষ্ট ডাক্তার এবং উচ্চপদস্থ কর্মকর্তারা ফোরাম চলাকালে সেখানে উপস্থিত ছিলেন
খবর সারাবেলা / ১১ ফেব্রুয়ারি ২০২০ / এমএম