এবার দিল্লিতেও নাগরিকত্ব নিবন্ধনের হুঁশিয়ারি দিয়েছেন দিল্লি প্রধান মনোজ তিওয়ারি
আসামের পর এবার দিল্লিতেও নাগরিকত্ব নিবন্ধনের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির দিল্লি প্রধান মনোজ তিওয়ারি। শনিবার (৩১ আগস্ট) আসামে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পরই ক্ষমতাসীন সরকারের এ সংসদ সদস্য এ দাবি তুলেছেন।
এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে দিল্লি বিজেপির সভাপতি মনোজ তিওয়ারি বলেন, দিল্লির অবস্থা ভয়াবহ। অবৈধ অভিবাসীরা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করায় পরিস্থিতি ভয়ানক হয়ে উঠেছে। এখানেও এনআরসির প্রয়োজন। আমরা এনআরসি প্রয়োগ করবো।
এনডিটিভি জানায়, ২০২০ সালে দিল্লি বিধানসভা নির্বাচনের আগে মনোজ তিওয়ারির এমন বক্তব্য বেশ ইঙ্গিতবহ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
প্রসঙ্গত, ভারতীয় আসাম রাজ্য নাগরিক নিবন্ধনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। দেড় বছর আগে খসড়া প্রকাশের পর শনিবার সকাল ১০টায় এই চূড়ান্ত তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
আসাম সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় নাগরিকত্ব নিবন্ধনে (এনআরসি) তিন কোটি ১১ লাখ লোক আবেদন করেছিলেন। সেখান থেকে ১৯ লাখকে বাদ দেয়া হয়েছে। কাজেই এই ১৯ লাখ লোক রাষ্ট্রহীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
খবর সারাবেলা/ ৩১ আগষ্ট ২০১৯/টি আই