এবার টিভি সিরিজে অভিনয় করলেন মেসি

অভিনয়ের জগতে অনেক আগেই নাম লেখিয়েছেন পিএসজির আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তবে সেই অভিনয় ছিল কোনো না কোনো বিজ্ঞাপনে। এবার কোনো বিজ্ঞাপনে নয়, একটি টিভি সিরিজে অভিনয় করলেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা ফুটবলার।ক্রীড়া ভিত্তিক স্প্যানিশ গণমাধ্যম ‘মার্কা’ সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে। সেই প্রতিবেদন হতে আরও জানা গেছে যে, ‘লস প্রোতেক্তোরেস’ নামের একটি ড্রামা সিরিজে অভিনয় করেছেন মেসি।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে লস প্রোতেত্তোরসে মেসির অভিহিত একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। স্টারপ্লাস্লা নামক তিন লাখ ছয় হাজার ফলোয়ারের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। সেই ভিডিওতে দেখা যায় যে, অভিনয়ে একদম মশগুল আর্জেন্টাইন তারকা।উল্লেখ্য, খাদ্য সামগ্রী পেপসি, লেইস চিপসের বিজ্ঞাপনে এর আগে অভিনয় করেছেন লিওনেল মেসি। এ ছাড়াও অ্যাডিডাসের হয়েও বিজ্ঞাপনে দেখা গেছে মেসিকে।

খবর সারাবেলা / ১১ জুন ২০২২ / এমএম