এবার ইধিকা পালের নায়ক হচ্ছেন শরিফুল রাজ
গত ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে ঝড় তোলা‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। এরপর দুই দেশের একাধিক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলেও সেগুলোতে কাজ করেননি তিনি। এবার শোনা যাচ্ছে, ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমায় বাংলাদেশি নায়ক শরীফুল রাজের নায়িকা হতে যাচ্ছেন ইধিকা পাল!রাজ-ইধিকা জুটি হয়ে পর্দা আসা এখনো অফিসিয়াল ঘোষণা না হলেও শোবিজের বিভিন্ন সূত্র বলছে, প্রাথমিক আলোচনা চূড়ান্ত হয়েছে।
নতুন সিনেমা প্রসঙ্গে রাজ বলেন, ‘কাগজ-কলমে কোনোকিছু চূড়ান্ত না হলে তা সম্পর্কে আমার বলাটা উচিত না। কাজ শুরু হলে তো অবশ্যই জানতে পারবেন। কত কিছুরই তো কন্টাক্ট হয়। কাজ শুরু আর হয় কতটা? তাই আমি অফিসিয়ালি কিছু জানাতে চাই না। তবে ইধিকা পাল তো ভালো অভিনেত্রী। একসঙ্গে কাজ করলে নিশ্চয়ই ভালো কিছু হবে।’
শোনা যাচ্ছে, ছবিটির ব্যাপারে চূড়ান্ত আলোচনা করতে কলকাতা যাচ্ছেন শরীফুল রাজ। যদিও শরীফুল রাজ বলছেন, এবার একান্তই ব্যক্তিগত ভ্রমণ তার। তবে খুব শিগগিরই নতুন কাজে হাত দেবেন।শরীফুল রাজের সঙ্গে ইধিকা পালের এই নতুন সিনেমাটি চলতি মাসের শেষদিকেই ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।
খবর সারাবেলা / ২১ অক্টোবর ২০২৩ / এমএম