এফডিসিতে নির্বাচনের প্রচারণায় ব্যস্ত শিল্পীরা

October 23, 2019

গত ২৭ সেপ্টেম্বরের পর থেকে গত তিন সপ্তাহে ছবি মুক্তি পেয়েছে মাত্র একটি। ১৮ অক্টোবর ডনগিরি নামের একটি ছবি মুক্তি পায়। চলতি মাসে আর নতুন কোনো ছবি মুক্তি পাচ্ছে না। তবে ২৫ অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২১ মেয়াদি নির্বাচন ঘিরে বেশ সরব এফডিসি।

এফডিসির মূল ফটক থেকে শুরু করে শিল্পী সমিতির কার্যালয় পর্যন্ত প্রার্থীদের ছবিযুক্ত ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে গেছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই মুখর হয়ে উঠছে চলচ্চিত্রপাড়া। এফডিসি নির্বাচনে মুখর থাকলেও নির্মাণে ততটা নয়। বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে। গুণী নির্মাতা কাজী হায়াৎ বলেন, ‘সিনেমার হল কীভাবে বাঁচবে কিংবা সিনেমার ভবিষ্যৎ কী, তা নিয়ে কারও মাথাব্যথা নেই। সবাই আছেন নির্বাচন নিয়ে। সকাল হলেই নির্বাচনের কাজে এফডিসিতে চলে যাচ্ছেন সবাই। কী অদ্ভুত একটা ব্যাপার। কিছু বলার নেই। সিনেমা শেষ হয়ে গেছে।

খবর সারাবেলা/২৩/ অক্টোবর ২০১৯ /এ.ওয়াই