একাধিক রেকর্ড গড়ে আইরিশদের ধবলধোলাই করলো টাইগ্রেসরা

মিরপুরে এই প্রথম ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ। সোমবার (২ ডিসেম্বর) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এমন রেকর্ডের পাশাপাশি সর্বোচ্চ জুটির রেকর্ডও গড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে ওয়ানডে জিতেছিল টাইগ্রেস বাহিনী। সেটি ছিল জিম্বাবুয়ের মাটিতে। কিন্তু দেশের মাটিতে কখনো তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাই করতে পারেনি বাংলাদেশ।এবার আয়ারল্যান্ড নারী দলকে সেই লজ্জায় ডুবিয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা। প্রথম ম্যাচে বাংলাদেশ ১৫৪ রানের রেকর্ড জয় পেয়েছিল, দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটের ও তৃতীয় ম্যাচে গতকাল এসেছে ৭ উইকেটের জয়। শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ড শুরুতে ব্যাটিংয়ে নেমে ১৮৫ রান তোলে। জবাবে ৭৫ বল বাকি রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ।

ব্যাটিং ব্যর্থতার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও তার আগে বেশ কয়েকটি সিরিজে নাস্তানাবুদ হয়েছিল বাংলাদেশ। সেই জায়গায় আয়ারল্যান্ড সিরিজ কিছুটা স্বস্তি এনে দিয়েছে ব্যাটারদের মধ্যে। বলা চলে পুরো দলই বড় ধরনের স্বস্তি পেয়েছি। ব্যাটাররা ফর্মে ফেরার কারণে বোলাররাও চাপমুক্ত খেলতে পেরেছেন। অবলীলায় সেটি স্বীকারও করেছিলেন সুলতানা খাতুন। বাংলাদেশের এই স্পিনার তিন ম্যাচে ৭ উইকেট নিয়ে সবার ওপরে রয়েছেন। সহ-অধিনায়ক নাহিদা আক্তারও তুলেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৬ উইকেট।বাংলাদেশের ব্যাটিংয়ে আমুল পরিবর্তন আনার পেছনে মূল কারিগর শারমিন আক্তার সুপ্তা ও ফারজানা হক পিংকি। সুপ্তা দু’বার (৯৬ ও ৭২ রান) সেঞ্চুরির পথ থেকে ফিরেছেন, আর পিংকি টানা তিন ম্যাচেই (৬১, ৫০ ও ৬১) হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন। এই দুই ব্যাটারের কল্যাণে ওয়ানডে সিরিজ জুড়ে রেকর্ড গড়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে সর্বোচ্চ সংগ্রহের পাশাপাশি সর্বোচ্চ ব্যবধানে ওয়ানডে জয় এসেছে।

দ্বিতীয় ম্যাচে ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়া করে জয় এসেছে। আর শেষ ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটে জয়ী। এই সিরিজে জ্যোতিও ব্যাট হাতে হতাশ করেননি। সবগুলো ম্যাচে স্ট্রাইক রেট ১০০ এর নিচে নামতে দেননি। ২৮ বলে ২৮ রান, ৩৯ বলে ৪০ রান ও ১৮ বলে ১৮ রান করে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি।গতকাল ওয়ানডেতে সর্বোচ্চ রানের জুটি পেয়েছে বাংলাদেশ। পিংকি-সুপ্তা জুটিতে এসেছে ১৪৩ রান। যেকোনো উইকেটেই ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ এটি। এর আগে প্রথম ম্যাচে ১০৪ রানের জুটি গড়েছিলেন তারা। এর আগে বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ রানের জুটি ছিল ১২৭ রানের। সেটিকে টপকে এবার নতুন রেকর্ড পেল বাংলাদেশ। এমন অর্জনের পেছনে রহস্য হিসেবে কঠোর অনুশীলনের কথা বলেছেন পিংকি ও সুপ্তা।দুজনেই মাস্কো ক্রিকেট অ্যাকাডেমিতে মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে ব্যাটিং করেছেন। সালাউদ্দিন এখন পুরুষ দলের সিনিয়র সহকারী কোচ হয়েছেন। তবু খোঁজ রাখেন তার শিষ্যদের। তিনি উইন্ডিজে বসেও মিরপুরে পিংকি-সুপ্তার ব্যাটিংয়ের ওপরে নজর রেখেছিলেন। গতকাল সংবাদ সম্মেলনে সে কথাই বলেছেন পিংকি ও সুপ্তা।

খবর সারাবেলা / ০৩ ডিসেম্বর ২০২৪ / এমএম