একদিনের বেতনের অর্থ বন্যার্তদের দেবেন ইউএস-বাংলার কর্মীরা
দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যায় সর্বস্তরের জনগণের সঙ্গে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারী বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স বন্যার্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছে। শনিবার রাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, ইউএস-বাংলার পাইলট, ইঞ্জিনিয়ার, কেবিন ক্রুসহ সব কর্মকর্তা-কর্মচারী আগস্ট মাসের বেতনের একদিনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের জন্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আরও বলা হয়, যেকোনো প্রাকৃতিক বিপর্যয়কালীন সময়ে ইউএস-বাংলা পূর্বের ন্যায় এবারও দেশের জনগণের পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ। ইউএস-বাংলা এয়ারলাইন্সে ৩ হাজারের অধিক দেশী-বিদেশী কর্মকর্তা কর্মচারী কর্মরত আছেন।
খবর সারাবেলা / ২৪ আগস্ট ২০২৪ / এমএম