এই বিবাগী শহর

কবিতা
এই বিবাগী শহর
এই জাদুর শহর;
এখানে কুপির মতো
সরু চাঁদ ওঠে;
এখানে খুব গোপনে
রাত নেমে আসে;
এখানে রাত খোঁজে
তীব্র আলিঙ্গন;
এখানে রাত তোমার
মতো পিলসুজে,
এখানে রাত থমকে
যায় অকস্মাৎ;
আর খোঁজে-খুঁজে মরে
ঠিক অন্যকিছু।

তোমার চোখের মতো
এখানে রাতেরা;
খুব গোপনে হাওয়ার
ডাকে ছুটে যায়;
এই বিবাগী শহর
জেগে ওঠে রোজ
তীব্র প্রেমের ক্ষুধায়;
এমন বিবাগী রাত
আচমকা তোমার আমার
নিয়েছে পিছু।

এসো, এই বিবাগী শহরে
এমন বিবাগী রাতে,
আমাদের ক্ষুধা এক হয়ে যাক।
এই বিবাগী শহর,
তোমার চোখের ভেতর
খুঁজে পায় অশান্ত প্রেমের ডাক।

খবর সারাবেলা / ২৪ জানুয়ারি ২০২১ / এমএম