উইন্ডিজের ১২ ব্যাটসম্যান খেলানোর রেকর্ড

নতুন নিয়ম হতেই টেস্টে দারুণ দুই রেকর্ড দেখে ফেলল ক্রিকেট বিশ্ব। অ্যাসেজ সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে কনকাশন নিয়মে স্টিভ স্মিথের বদলে ব্যাটিংয়ে নামেন মার্নাস লাবুশানে। ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে বদলি নামেন তিনি। এবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কনকাশন নিয়মে এক ইনিংসে ১২ জন ব্যাটিং করলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ১২ জন ব্যাটিং করার রেকর্ড এটি।

দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৪৬৮ রানের বড় লক্ষ্য দেয় ভারত। স্বাগতিকরা ১২ ব্যাটসম্যান নিয়েও দ্বিতীয় ইনিংসে ২১০ রানে অলআউট হয়ে যায়। হারে ২৫৭ রানের বড় ব্যবধানে। এরমধ্যে তিনে নামা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো ২৩ রানে বুহরাহর বলে মাথায় আঘাত পান। তিনি আর ব্যাটিং করতে পারবেন না দেখে, কনকাশন নিয়ম অনুযায়ী বদলি ব্যাটসম্যান নামানোর অনুমতি দেন ম্যাচ রেফারি ডেভিড বুন।
ব্রাভোর বদলি নামা ব্লাকউড। ছবি: ফাইল

সাতে ব্যাটিং করতে নামেন জার্গেন ব্লাকউড। তিনি খেলেন ৩৮ রানের ইনিংস। আগে কোনো ব্যাটসম্যান আঘাত পেয়ে রিটায়ার্ড আউট হলে তার বদলে একজন খেলোয়াড় ফিল্ডিং করতে পারতেন, কিন্তু ব্যাটিংয়ে নামার সুযোগ ছিল না। আইসিসির নতুন এই নিয়ম টেস্ট চ্যাম্পিয়নশিপ দিয়ে শুরু হয়েছে।

এর আগে দ্বিতীয় অ্যাসেজ টেস্টে অজি ব্যাটসম্যান স্টিভেন স্মিথ কানের নিচ বরাবর ঘাড়ে জোফরা আর্চারের বাউন্সারে আঘাত পান। প্রথম ইনিংসে তিনি বিশ্রাম নিয়ে ব্যাটিং করতে পারলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে পারেননি। স্মিথ ওই চোটে তৃতীয় টেস্টে খেলতেই পারেননি। দ্বিতীয় টেস্টে তার বদলি হিসেবে মার্নাস লাবুশানে ব্যাটিং করেন। তবে স্মিথ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে পারেননি। তাই অস্ট্রেলিয়া ১১ ব্যাটসম্যান নিয়েই খেলে। ওয়েস্ট ইন্ডিজ খেললো ১২ ব্যাটসম্যান নিয়ে।

খবর সারাবেলা/ ০৩ সেপ্টেম্বর ২০১৯/ টি আই