ঈদ যাত্রায় ব্যাগ

আমাদের দৈনন্দিন জীবনে ব্যাগের ব্যবহারের কথা নতুন করে বলার কিছু নেই। নিজের প্রয়োজনীয় অনেক টুকিটাকি জিনিসপত্র বহনের জন্য ছোট বহনযোগ্য ব্যাগের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছেই।

ফ্যাশন সচেতন তারুণ্য এখন ব্যাগ ব্যবহার করেন ফ্যাশনের অনুষঙ্গ হিসেবেও। আর ফ্যাশন মানেই যেন ম্যাক্স ব্রান্ডের ব্যাগ। ঈদে কিংবা কোথাও ভ্রমণ উপলক্ষে বিভিন্ন ধরনের ব্যাগ কিনে থাকেন। এই বিপুলসংখ্যক ভ্রমণপিপাসুর পথচলা আরও আনন্দময় করেছে ম্যাক্স ব্যাগ।

বিভিন্ন পেশার মানুষের কথা বিবেচনা করে ম্যাক্স ব্যাগ বাজারে এনেছে স্কুল ব্যাগ, অফিস ব্যাগ, ব্যাকপ্যাক, ট্র্যাভেল ব্যাগ, ট্রলি ব্যাগ ইত্যাদি। ম্যাক্স ব্যাগের কর্ণধার মো. গিয়াস উদ্দিন খান বলেন, বিশ বছর ধরে আমরা বাংলাদেশের বাজারে ম্যাক্স ব্যাগ বিপণন করে আসছি।

একটা সময় ছিল মানুষ ব্রিফকেস বা সুটকেস ব্যবহার করত কিন্তু নতুন প্রজন্ম এখন অফিস ব্যাগ, ব্যাকপ্যাক, স্কুল ব্যাগ ও ট্রলি কেস ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। ৫০০ থেকে ১১ হাজার টাকা দামের ব্যাগ রয়েছে এখানে।

ম্যাক্স ব্যাগের অনলাইন স্টোর www.maxbagworld.com-এর মাধ্যমেও আপনি কিনতে পারেন।

খবর সারাবেলা / ০৭ আগস্ট ২০১৯ / টি আই