ইলেকট্রিক স্কুটার এনে বাজারে ফিরছে ‘এলএমএল’
জনপ্রিয় স্কুটার নির্মাতা এলএমএল ইলেকট্রিক স্কুটার আনছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি ভারতের বাজারে ই-স্কুটার ছাড়ার ঘোষণা দিয়েছে। এটি বাজারে আসলে বাজাজ চেতকের সঙ্গে প্রতিযোগিতা করবে।২০০০ সাল পর্যন্ত ভারতে স্কুটার তৈরি করত লোহিয়া মেশিনারি লিমিটেড বা এলএমএল। স্কুটার ও মোটরসাইকেল বিক্রি করত কোম্পানিটি। সম্প্রতি বড় বিনিয়োগ টানতে সক্ষম হয়েছে এলএমএল। এর পরেই ফের ভারতের বাজারে স্কুটার লঞ্চের জন্য কোমর বেঁধে নামছে কোম্পানিটি। প্রতিষ্ঠানটির জনপ্রিয় সেগমেন্ট ছিল ফ্রিডম মডেলটি। ভারতের পাশাপাশি বাংলাদেশেও পাওয়া যেতো এই মডেল।
এলএমএল ইলেকট্রিকের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার যোগেশ ভাটিয়া জানিয়েছেন, শিগগিরই কোম্পানির তরফ থেকে নতুন প্রোডাক্ট লঞ্চ করা যাবে, যা প্রতিযোগীদের কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেবে।কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে প্রিমিয়াম সেগমেন্টে ইলেকট্রিক স্কুটার নিয়ে আসবে এলএমএল। ফলে অনেক বড় ব্র্যান্ডকে এই কোম্পানির চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে বলে মনে করা হচ্ছে।
খবর সারাবেলা / ১১ সেপ্টেম্বর ২০২১ / এমএম