ইতিহাস রচনা করার স্বপ্ন পূরণ হল না আবাহনীর

বাংলাদেশের হয়ে প্রথম ক্লাব হিসেবে এএফসি কাপের আন্তঃজোন ফাইনালে খেলে ইতিহাস রচনা করার স্বপ্ন পূরণ হল না আবাহনী লিমিটেডের। আজ উত্তর কোরিয়ার এপ্রিল ২৫ স্পোর্টস ক্লাবের কাছে হেরে গেছে নীল আকাশী জার্সির দলটি। পিয়ংইয়ংয়ের কিম ২ সুং স্টেডিয়ামে ফিরতি লেগে স্বাগতিকদের কাছে ২-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশের ছয়বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

গোলশূন্যভাবে প্রথমার্ধ শেষ হবার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলখরা দূর করে স্বাগতিক দল। ৪৯ মিনিটে এপ্রিল ২৫ ক্লাবের হয়ে প্রথম গোলটি করেন বদলী খেলোয়াড় কিম উ-সং। ম্যাচের ৮৩ মিনিটে ফের গোল করে দলকে ফাইনালে পৌঁছে দেন উত্তর কোরিয়ার এই ফুটবল তারকা।

প্রথম লেগে নিজ মাঠে ৪-৩ গোলে এগিয়ে থাকায় আজ শুধুমাত্র ড্র করলেই ইতিহাস রচনা করতে পারতো আবাহনী। সুযোগ পেয়ে যেত আন্ত- জোনের ফাইনালে খেলার। কিন্তু প্রথমার্ধে স্নায়ু চাপকে নিয়ন্ত্রণে রেখে শান্তভাবে খেললেও বিরতির পর আর সেটি ধরে রাখতে পারেনি ধানমন্ডির ক্লাবটি। ফলে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় আবাহনীর।

খবর সারাবেলা / ২৯ আগস্ট ২০১৯ / টি আই