ইতালিতে বাঙ্গালিদের ঈদ-উল-ফিতর উদযাপন
মহামারী করোনার মধ্যে সর্বোচ্চ সতর্কতা ও সরকারি নিয়মনীতি মেনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর পালন করেছে ইতালি প্রবাসী বাংলাদেশীরা।সৌদি আরবের সঙ্গে মিল রেখে রবিবার ইতালিসহ ইউরোপের প্রতিটি দেশে পালিত হয়েছে ঈদ-উল-ফিতর।
স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে ৭টায় দেশটির রাজধানী রোমের লার্গো প্রেনেস্তের খোলামাঠে ঈদের প্রথম জামাত ও সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় । এসময় দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের মুসলিমরা নামাজে অংশগ্রহণ করেন। রবিবার সরকারি ছুটি ও করোনার কারণে কাজকর্ম বন্ধ থাকায় অনেক মুসলিমরা অংশগ্রহণ করেন।
এসময় ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার এক সংক্ষিপ্ত বক্তব্যে দেশটিতে বসবাসরত সকল বাঙ্গালিদের ঈদের শুভেচ্ছা জানান। এছাড়াও করোনার কারণে সবাইকে সতর্কতার সঙ্গে চলাফেরা করার অনুরোধ জানান।
এছাড়া, একই সময়ে ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানের কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। মিলান ছাড়াও নাপোলি, ভেনিস, ভারেজ, গাল্লারাতসহ ছোট বড় প্রায় তিনশ জায়গায় ঈদুল ফিতরের জামাত আদায় করে দেশটির মুসলিমরা। প্রতিটি স্থানেই পুরুষদের পাশাপাশি মহিলাদের নামাজ আদায়ের জন্য ছিল বিশেষ ব্যবস্থা।
এসময় মিলান প্রবাসী মিলন সাব্বির বলেন, ঈদ মানেই পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়া। কিন্তু আমাদের পরিবার এখানে না থাকার কারণে সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারছিনা। সবার সাথে ঈদ করার আনন্দটা সত্যি খুব মিস করি। ঈদ মোবারক সবাইকে।
এছাড়াও আরেক প্রবাসী শাওন আহমেদ বলেন, নানা ঝামেলার কারণে বেশকয়েক বছর যাবত দেশে ঈদ করা হয়না। বিদেশের ঈদ আর দেশের ঈদের মধ্যে অনেক পার্থক্য খুঁজে পাই । ঈদের সময় দেশের সবাইকে খুব মিস করি।দেশটিতে ঈদ উপলক্ষে ছুটি বা রাষ্ট্রীয় কোনো পদক্ষেপ না থাকলেও বাঙ্গালি অধ্যুষিত এলাকায় বাঙ্গালীদের উপস্থিতিতে কিছুটা স্বদেশের আমেজ পাওয়া যায়।
খবর সারাবেলা / ২৬ মে এপ্রিল ২০২০ / এমএম