ইতালিতে প্রবাসী নারীদের আয়োজনে পিঠা উৎসব

January 18, 2022

ইতালির রোমে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী নারীদের আয়োজনে ও নারী সংগঠক সানজিদা বাসের তত্ত্বাবধানে স্থানীয় একটি পার্কে এ উৎসব হয়।করোনাকালীন পরিস্থিতি বিবেচনা করে সংক্ষিপ্ত পরিসরে আয়োজন করা হয় এই পিঠা উৎসব।আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেনাজ তাব্বাসুম শেলি, লিপি ইসলাম, সাবিকুন নাহার রত্না ও নার্গিস আক্তার।

বাংলাদেশের সংস্কৃতি ও কৃষ্টির সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত এই পিঠা উৎসব, যা প্রবাসে অত্যন্ত জনপ্রিয়। নাজমা ইসলাম, ডলি আক্তার, সাহিদা মিতু, মলি, মুক্তাসহ অনেকের অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসায় বাহারি এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

খবর সারাবেলা / ১৮ জানুয়ারি  ২০২২ / এমএম