ইতালিতে ‘আমরা প্রবাসী’দের মিলনমেলা
ইউরোপে করোনায় আক্রান্ত দেশের মধ্যে অন্যতম ইতালি। বর্তমানে পরিস্থিতি কিছুটা ভালো থাকায় স্বাভাবিক জীবনে ফিরে আসছে দেশটির নাগরিক সহ প্রবাসী বাংলাদেশিরা।গতবছর পুরোটা সময় স্বাস্থ্যবিধি ও লকডাউনে থাকা প্রতিটি মানুষ হাঁপিয়ে উঠেছে আর তাই কিছুটা মানসিক প্রশান্তির জন্যে “আমরা প্রবাসী’ র পক্ষ থেকে বার্ষিক মিলনমেলা ও বনভোজনের আয়োজন করে।
সামাজিক ব্যক্তিত্ব রেজাউল করিম রিপন ও রমজান রানার সার্বিক তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় এবারের স্থান ছিলো লাগো দি সাল্তো। প্রাকৃতিক পরিবেশে ঘেরা স্থানটিতে দিন ভর এই আনন্দ আর খেলাধুলায় মেতে থাকে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা।
আয়োজনটির সার্বিক সহযোগিতায় ছিলেন খন্দকার তোফাজ্জল হোসেন, আতিকুর রহমান,আসিফ আকন্দ, হালিম মৃধা, আলমগীর হোসেন, মুরাদ মুসা, শেখ মেনন, শাহিন মোল্লা। আনন্দ ঘন এই পরিবেশে নিজের অনুভূতি প্রকাশ করেন ৩নং কমুনির সাবেক কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মিন্টু ও আবু সালেক এবং নতুন প্রজন্ম থেকে রাইসা রমজান।
আয়োজনে বিশেষ আকর্ষণ ছিলো লটারি। যেখানে ১০ জনকে পুরস্কার করা হয়। তবে প্রথম তিনজন রিমা আক্তার, শাহিন মোল্লা ও মুছা খান বিশেষ পুরস্কার প্রাপ্ত হন। এদিকে নারীদের জন্যে অন্যতম জনপ্রিয় বালিশ খেলার আয়োজনে আনন্দ যেন কানায় কানায় পূর্ণ হয়ে উঠে। বালিশ খেলায় প্রথম নুসরাত, দ্বিতীয় উষ্ণ রহমান ও তৃতীয় হয় ফারজানা।
ব্যবস্থাপক রেজাউল করিম রিপন ও রমজান রানা বলেন” এবারের আয়োজন ছিল দ্বিতীয়বারের মতোন। সকলের এই ঐক্যবদ্ধ ও সহৃদয়তা যেন অটুট থাকে। যেন ভবিষ্যতে ও “আমরা প্রবাসী” সকলের হয়ে কাজ করতে পারি, একে অন্যের পাশে থাকতে পারি।”
খবর সারাবেলা / ২৯ আগস্ট ২০২১ / এমএম