ইউরোপে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রবেশ সীমিত করেছে ফেসবুক
সামাজিক মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটি ও স্পুটনিক ইউক্রেন ইস্যুতে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে বলে অভিযোগ করেছে ইউরোপের বহু সরকার। এ কারণে ইউরোপ মহাদেশের ফেসবুক ব্যবহারকারীদের জন্য রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রবেশ সীমিত করেছে মেটা কোম্পানি।সোমবার এক টুইট বার্তায় মেটা কোম্পানির ভাইস প্রেসিডেন্ট মিক জানান, ইউরোপের বহু সরকারের অনুরোধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া, এ বিষয়ে প্রতিটি সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে তাদের কোম্পানি।
বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়, সামরিক অভিযানের পক্ষে জনমত তৈরিতে সামাজিক মাধ্যমকে ব্যবহার করছে পুতিন প্রশাসন। এক্ষেত্রে অভিযোগ রয়েছে, মিথ্যা তথ্য প্রচারে অগ্রণী ভূমিকা পালন করছে আরটি ও স্পুটনিক।
ফেসবুকে অর্থের বিনিময়ে নিউজ শেয়ারের ব্যবস্থা রয়েছে। যে কেউ অর্থের বিনিময়ে যে কোনো ভিডিও বা লিংক বহু ব্যবহারকারীর নিকট শেয়ার করতে পারে। তবে রাশিয়া যেন ফেসবুকে অর্থের বিনিময়ে কোনো নিউজ বা ভিডিও শেয়ার করতে না পারে তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মেটা কোম্পানি।তারপরই ইউরোপে আরটি ও স্পুটনিক গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা জারি করে ফেসবুক।
এর আগে ইউরোপীয় কমিশনের প্রধান ইউরোপে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বন্ধের আহ্বান জানান। তার দাবি, রুশ গণমাধ্যম ইউক্রেন ইস্যুতে মিথ্যা প্রচার-প্রচারণা করছে।গত সোমবার টুইটার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, টুইটার ব্যবহারকারীরা যেন রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর শেয়ার করা থেকে বিরত থাকে। আর এসব গণমাধ্যমের খবরও টুইটারের টপ সার্চে দেখাবে না।
খবর সারাবেলা / ০১ মার্চ ২০২২ / এমএম