ইউএস ওপেনে এটি সেরেনার ১০০ তম একক জয়
ইউএস ওপেনে কোয়ার্টার-ফাইনালে চীনের ওয়াং কিয়াংকে মাত্র ৪৪ মিনিটে হারিয়ে দিয়েছেন সেরেনা উইলিয়ামস। ইউএস ওপেনে এটি সেরেনার ১০০ তম একক জয়।
ফ্লাশিং মিডোসের আর্থার অ্যাশ স্টেডিয়ামে সরাসরি ৬-১, ৬-০ গেমের জয় নিয়ে সেমিফাইনালে উঠেছেন অষ্টম বাছাই সেরেনা। রেকর্ড ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে থাকা ৩৭ বছর বয়সী এই খেলোয়াড় ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবেন পঞ্চম বাছাই ইউক্রেনের এলিনা ভিতোলিনার সঙ্গে।
ছয়বারের ইউএস ওপেন জয়ী সেরেনা খেলা শেষে বলেন, আমার খুব ভালো লাগছে। এটা আমার জন্য খুবই কঠিন একটি বছর ছিল। এরপরও আমি এখানে খেলছি। শারীরিকভাবে আমি খুবই ভালো বোধ করছি।
খবর সারাবেলা / ০৪ সেপ্টেম্বর ২০১৯/ টি আই