ইঁদুরের লেজ উদ্ধার
একদিন ইঁদুরের সঙ্গে বিড়াল খেলা করছিল। ইঁদুর যখন খেলায় শেগুল তখন বিড়ালের দুষ্টু বুদ্ধি চাপল। বিড়াল এক থাবায় ইঁদুরের লেজ নিয়ে নিল। ইঁদুর কাঁদো কাঁদো হয়ে প্রার্থনার সুরে বলল, ‘ভাই আমার, প্রাণ আমার! আমার লেজখানা ফিরিয়ে দাও।’ বিড়াল বলল, ‘দিব না।’ শুনে ইঁদুর তো কেঁদেই যায়।
বিড়াল আরো গম্ভীর হয়ে বলল, ‘দিতে পারি। তবে একটি শর্ত আছে। যদি তুমি গাভীর কাছ থেকে দুধ এনে আমাকে দেও তবেই তোমার লেজ ফেরত পাবে। নয়তো লেজের আশা ছেড়ে দেও।’ ইঁদুর পড়ল হোবিপদে। লেজ ছাড়া তার কোনোভাবেই চলবে না। অন্যদিকে বিড়ালের এক কথা। দুধ এনে দিতে না পারলে লেজও দিবে না। কী আর করা! ইঁদুর গাভীর খোঁজে দিল দৌড়।
‘গাভী তোমার পায়ে পড়ি। তোমার একটু দুধ চাই। তোমার দুধ বিড়ালকে দিব। তবেই বিড়াল আমার লেজ আমাকে ফিরিয়ে দিবে।’- ইঁদুর গাভীর কাছে হাতজোড় করে বলল। গাভী বলল, ‘দিতে পারি। তবে একটি শর্ত আছে। যদি তুমি কৃষকের কাছ থেকে খড় এনে আমাকে দেও তবেই দুধ পাবে।’ ইঁদুর কৃষকের খোঁজে দিল দৌড়।
কৃষকের কাছে গিয়ে ইঁদুর মিনতি করল- ‘কৃষক তোমার পায়ে পড়ি। তোমার একটু খড় চাই। তোমার খড় গাভীকে দিব। গাভী দেবে দুধ। দুধ বিড়ালকে দিব। তবেই বিড়াল আমার লেজ আমাকে ফিরিয়ে দিবে।’ কৃষক বলল, ‘দিতে পারি। তবে একটি শর্ত আছে। যদি তুমি কসাইয়ের কাছ থেকে গোশত এনে আমাকে দেও তবেই খড় পাবে।’ ইঁদুর কসাইয়ের খোঁজে দিল দৌড়।
কসাইয়ের কাছে গিয়ে ইঁদুর কান্না জুড়ে দিল। বলল, ‘কসাই তোমার পায়ে পড়ি। তোমার একটু গোশত চাই। তোমার গোশত কৃষককে দিব। কৃষক দেবে খড়। খড় গাভীকে দিব। গাভী দেবে দুধ। দুধ বিড়ালকে দিব। তবেই বিড়াল আমার লেজ আমাকে ফিরিয়ে দিবে।’ কসাই বলল, ‘দিতে পারি। তবে একটি শর্ত আছে। যদি তুমি রুটিওয়ালার কাছ থেকে রুটি এনে আমাকে দেও তবেই গোশত পাবে।’ ইঁদুর রুটিওয়ালার খোঁজে দিল দৌড়।
রুটিওয়ালার কাছে এসে ইঁদুর বিলাপ শুরু করল। কাঁদতে কাঁদতে বলল, ‘রুটিওয়ালা তোমার পায়ে পড়ি। তোমার একটু রুটি চাই। তোমার রুটি কসাইকে দিব। কসাই দেবে গোশত। গোশত কৃষককে দিব। কৃষক দেবে খড়। খড় গাভীকে দিব। গাভী দেবে দুধ। দুধ বিড়ালকে দিব। তবেই বিড়াল আমার লেজ আমাকে ফিরিয়ে দিবে।’ সব শুনে রুটিওয়ালা বলল, ‘আচ্ছা, তোমাকে রুটি দিব। তবে একটি শর্ত আছে। যদি তুমি আমার খাবার চুরি করো তবে তোমার মাথা আমি কেটে নিব।’
এরপর রুটিওয়ালা ইঁদুরকে রুটি দিল। ইঁদুর রুটি নিয়ে কসাইকে দিল। কসাই গোশত দিল। ইঁদুর গোশত নিয়ে কৃষককে দিল। কৃষক খড় দিল। ইঁদুর খড় নিয়ে গাভীকে দিল। গাভী দুধ দিল। ইঁদুর দুধ নিয়ে বিড়ালকে দিল। দুধ পেয়ে বিড়াল ইঁদুরকে ইঁদুরের লেজ ফিরিয়ে দিল।
খবর সারাবেলা / ০৬ জুলাই ২০২০ / এমএম